
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর উপজেলাধীন ০১ নং কলকলিয়া ইউনিয়নে অবস্থিত আটপাড়া উচ্চ বিদ্যালয়টি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮২ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি তার নিজস্ব স্বাতন্ত্র বজায় রেখে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের অবাধ সুযোগ সৃষ্টি করে দিয়ে তাদের সৃজনশীলতাকে শাণিত করে চলছে। অবাধ তথ্য প্রবাহ সমৃদ্ধ প্রযুক্তির এ যুগে বিশ্বের প্রতিটি জাতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণে আমরাও এগিয়ে যেতে চাই। একটি বিদ্যালয়ের উন্নয়ন একা কারও পক্ষে সম্ভব নয়। বিদ্যালয়ের উন্নয়নের জন্য যাবতীয় কর্মকান্ড ও তথ্যাবলী সকলের নিকট তুলে ধরার জন্য এবং সকলকে পর্যবেক্ষণ করার সুযোগ সৃষ্টির জন্যই বিদ্যালয়ের নামে ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। সুসজ্জিত কম্পিউটার কক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আলাদা পাঠাগার, দুইটি চারতলা ভবন, তিনটি আধা পাকা ভবন, শহীদ মিনার, খেলার মাঠ ও সীমানা প্রাচীর বেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টিতে ১৩ জন শিক্ষক (১২ জন এমপিওভুক্ত ও ১ জন খন্ডকালীন) ও ৭ জন কর্মচারী (৬ জন এমপিওভুক্ত ও ১ জন খন্ডকালীন) কর্মরত আছেন। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ছয়শত জন। সুযোগ্য পরিচালনা কমিটি, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর আন্তরিকতা, দেশে বিদেশে বসবাসরত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের অভিভাবকবৃন্দের সহযোগিতা নিয়েই আমাদের পথ চলা। পরিশেষে, বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে এবং সকলকে বিদ্যালয়ের ওয়েবসাইটে সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।
এইচ এম আজমল
প্রধান শিক্ষক
আটপাড়া উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর, সুনামগঞ্জ।